শিরোনাম
◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

আশিক এলাহী: [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেলের (হাটহাজারী) একটি টিম।

[৩] বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পদুয়া নাপিত পুকুরিয়া জব্বার মার্কেট এলাকায় এ অভিযান চালায়। আটককৃত যুবক সাইফুল ইসলাম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার দিল মোহাম্মদের ছেলে।

[৪] এ আটকের ঘটনায় চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক জয় নন্দ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা করেছে।

[৫] জানতে চাইলে চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গণমাধ্যমে মাদকের সেই ট্রানজিট রাঙ্গামাটি-রাঙ্গুনিয়ায় শিরোনামে খবর প্রকাশিত হলে বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ১ যুবককে আটক করি। মাদকদ্রব্য নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।

[৬] এছাড়াও আটককৃত যুবক ইয়াবা পাচারে নাপিত পুকুরিয়ার এই অপ্রচলিত পথ ব্যবহার করে। এর আগেও সে ইয়াবা পাচার করেছে বলে জানান চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

[৭] চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, মাদক কারবারীদের গ্রেপ্তার করতে অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূল করতে বদ্ধপরিকর চট্টগ্রাম অধিদপ্তর। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়