শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনমুন শারমিন শামস: নারী মুখ খুললেই ‘বেশ্যা’, ডোন্ট লাভ দেম বিচ

মুনমুন শারমিন শামস: বেট ডেভিস বলেছিলেন- ‘When a man gives his opinion, hes a man. When a woman gives her opinion, shes a bitch.’ আমার ডকুমেন্টরি টু ডিফাইন আ ব্যাড গার্ল এর শুরুতে এই অমর বাণীখানা জুড়ে দিয়েছিলাম, তাঁর নামসহ। আজ পরীমনি জেল থেকে ছাড়া পেলেন, হাতে মেহেদী দিয়ে লিখেছেন- ‘ডোন্ট লাভ মি বিচ’। সেই হাতই সবার চোখের সামনে নাড়ছেন। পুরুষতান্ত্রিক সমাজের মুখে কষে থাপ্পড় মারবার এরচেয়ে দারুন অস্ত্র আর কী হতে পারতো? এই থাপ্পড় এসে পড়েছে সেই সব নারী ও পুরুষদের গালে, যারা পরীমনিকে অপরাধী প্রমাণের আগেই অপরাধী ঘোষণা করেছে। যারা তার মূল অপরাধের অভিযোগ এড়িয়ে গিয়ে যৌনতাকেন্দ্রীক শেমিং আর ব্যক্তি আক্রমণ করে করে গলাবাজি করে গেছে। সেইসব নারী ও পুরুষ, যারা পুরুষতন্ত্রের সতীত্ব তত্ত্বকে উচ্চে তুলে ধরে ক্রমাগত নারীকে অপমান আর অবদমনের রাস্তায় দাঁড়িয়ে নোংরা স্লোগান দিয়েছে পিতৃতন্ত্রের পক্ষে। সেই সব অশিক্ষিত বর্বর নারী ও পুরুষ- যারা রাষ্ট্রকে পুরুষতান্ত্রিক করে রাখে, মানবাধিকার হরণ করে, মানুষকে নূন্যতম সম্মান দিতেও যারা শেখেনি- এই থাপ্পড় তাদের মুখে। পরীমনির জন্য শুভেচ্ছা রইলো। জেলগেইট থেকে বের হওয়ার সময় তিনি যে দম ধরে রেখেছেন, সেই দম বুকে নিয়ে যেন তিনি আইনী লড়াই চালিয়ে যেতে পারেন। কোনো ধরণের আপোষ করার দরকার নেই। লড়তে হবে। এই লড়াই শুধু মাফিয়া চক্রের বিরুদ্ধে নয়, এই লড়াই নারীর- কুৎসিত পিতৃতন্ত্রের বিরুদ্ধে। তাই লড়াই জেতা চাই-ই চাই। স্লাট শেমিং, নারীর চরিত্র আলোচনা, সমাজ ও রাষ্ট্র কর্তৃক নারীর গতিবিধি নিয়ন্ত্রণ, জীবনাচরণ ঠিক করে দেয়ার অপরাজনীতি বন্ধ হোক। নারী নিজের মতো করে বাঁচুক। আপনার সেটা ভালো লাগলে- ভালো, আর ভালো যদি না লাগে, তো- ‘ডোন্ট লাভ দেম বিচ’!

  • সর্বশেষ
  • জনপ্রিয়