শিরোনাম
◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] [১] ৯৯৯ এ ফোন: শীতলক্ষ্যা নদীতে নৌযান থেকে ২ তরুণীকে উদ্ধার, আটক ১৬

সুজন কৈরী, এ.এইচ.সবুজ : [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে শীতলক্ষ্যা নদীতে পিকনিকে গিয়ে যৌন হয়রানির শিকার দুই তরুণীকে উদ্ধার করেছে পুরিশ। এ সময় যৌন হয়রানি ও উদ্ধার অভিযানে যাওয়া পুলিশ দলের ঊপর হামলার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুরিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার রাত ৮টায় গাজীপুরের কাপাসিয়ার গোদারাঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে একটি চলন্ত নৌযান থেকে ভীতসন্ত্রস্ত একজন তরুণী ফোন করে জানান, তারা দুজন তরুণী কাপাসিয়া থেকে ৫০ থেকে ৬০ জনের একটি পিকনিক দলের সাথে যোগ দেন।

[৪] কলার জানান, তারা পেশাদার নৃত্যশিল্পী, পিকনিকে নৃত্য পরিবেশনের জন্য তারা অর্থের বিনিময়ে যোগ দেন। পিকনিকে নৃত্য পরিবেশন করার পর রাত হয়ে গেলেও তাদের নামিয়ে দেওয়া হচ্ছিলো না বরং পিকনিক দলের বেশ কিছু ছেলে তাদের কুপ্রস্তাব দিচ্ছিলো এবং তাদের ধর্ষনের পরিকল্পনা করছিলো। তরুণী জানান, তিনি কৌশলে লুকিয়ে ৯৯৯ এ ফোন করেছেন। তিনি ৯৯৯ এর কাছে তাদের দ্রুত উদ্ধারের জন্য অনুরোধ জানান।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক গাজীপুরের কাপাসিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানার একটি দল একটি ছোট নৌযানে দ্রুত ঘটনাস্থলে যায়।

[৬] পুলিশ দলের উপস্থিতি টের পেয়ে উচ্ছৃঙ্খল ও উন্মত্ত পিকনিক দল তাদের বড় নৌযানটি দিয়ে পুলিশ দলের ছোট নৌযানকে সজোরে আঘাত করলে সেটি নিমজ্জিত হয়ে যায়। আশপাশের অন্য নৌযানের মাঝিরা আক্রান্ত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এরপর পুলিশ সদস্যরা ৯৯৯ এ ফোন করে পরিস্থিত জানান।

[৭] ৯৯৯ তখন বিষয়টি কাপাসিয়া থানার ওসিকে অবহিত করে। পরে থানার একাধিক দল এবং পার্শ্ববর্তী কালিগঞ্জ থানা অপরাধীদের আটকের জন্য অভিযান শুরু করে।

[৮] কাপাসিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান ৯৯৯ কে ফোনে জানান, অভিযানের এক পর্যায়ে কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীর নাকাশিনি ঘাট থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে পিকনিক দলের বখাটে ১৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় আহত পুলিশ দলের নৌযানের মাঝি এবং এসআই সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়