খালিদ আহমেদ: [২] জেনেভায় আন্তর্জাতিক শ্রমিক সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে এ কে আবদুল মোমেন এসব কথা বলেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
[৩] পররাষ্ট্রমন্ত্রী আইএলও মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে পোশাক শিল্প খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।
[৪] আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'শ্রমিকদের বন্ধু' আখ্যা দিয়ে ড. মোমেন পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার জন্য মহামারি চলাকালে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন।
[৫] এ সময় তিনি আরও জানান, কোভিড -১৯ মহামারির সময় কোনো পোশাক কারখানার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। বাংলাদেশ সরকার থেকে এই খাতে প্যাকেজ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
[৬] পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকে যোগ দিতে জেনেভায় অবস্থান করছেন ।