মো. বশির উদ্দিন: [২]রাজধানীর ডেমরায় পলাশ চন্দ্র ঘোষ (৩০) নামে এক লম্পট ২১ বছরের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে অন্তস্বত্বা করেছে বলে খবর পাওয়া গেছে।
[৩] এ ঘটনায় ৩ মাসের অন্তসত্বা ওই ভুক্তভোগী সোমবার দিবাগত রাতে পলাশের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ ঢাকার ফরিদাবাদ ঢালকা নগর এলাক থেকে লম্পট পলাশকে গ্রেফতার করে মঙ্গলবার বেলা ১১ টার দিকে আদালতে পাঠায়। পলাশ টাঙ্গাইলের মির্জাপুর থানার আন্দরা গ্রামের মৃত দিলীপ চন্দ্র ঘোষের ছেলে।
[৪] ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত গত ৭ বছর আগে লম্পট পলাশের সঙ্গে পরিচয় হয় অন্তস্বত্বা মেয়েটির। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এ সম্পর্কের ধারাবাহিকতায় পলাশ মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
[৫] এদিকে পলাশ গত ২৫ আগস্ট সন্ধার পর ডেমরায় মেয়েটির বাড়ীতে এসে ঘরে একা পেয়ে আবারও ধর্ষণ করে। এ ঘটনায় ৩ মাসের অন্তসত্বা মেয়েটি পলাশকে বিয়ের কথা বললে সে অস্বীকার করে।