শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ১১:২৬ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর আদাবরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, নগদ অর্থসহ মোবাইল ছিনতাই

মোস্তাফিজুর রহমান: আহত ব্যবসায়ীর নাম,আসাদুল ইসলাম জাহিদ (৩১) তিনি মসলা ব্যবসায়ী।

মঙ্গলবার রাত ৮টায় অত্র থানাধীন শেখের টেক ৬নম্বর ও ৭ নম্বর রোডের মাঝামাঝি স্থানে এ ঘটনাটি ঘটে।আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মিরাজ হাসান জানান,আসাদুল কয়েকটি এলাকায় বিভিন্ন রকমের রান্নার মসলা দোকানে দোকানে বিক্রি করেন।

সন্ধ্যায় কাজের উদ্দেশ্যে শেখের টেক এলাকায় বের হয়েছিল পথিমধ্যে তিনজন ছিনতাইকারী তারপথ গতি রোধকরে তার পেটের বামপাশে ছুরিকাঘাত করে আহত করে।তার কাছে থাকা স্যামসাং অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন সহ দুইটি মোবাইল ও নগদ এক হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পরে সেখান থেকে রাত পৌনে দশটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে এসে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের চিকিৎসাধীন রয়েছে।

আহত আসাদুল পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার সোরহাব খানের ছেলে। বর্তমানে মিরপুর ১নম্বর শহীদ মিনার গেট এলাকায় ভাড়া বাসায় থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়