শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের কালীগঞ্জে রাস্তায় সহাস্রাধীক তাল বীজ রোপন

হারুন-অর-রশীদ: [২] গাজীপুরের কালীগঞ্জে এক কিলোমিটারের একটি সড়কের দু’পাশে ১ সহাস্রাধীক তালের বীজ ও চারা রোপন করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) উদ্যোগে পৌর এলাকার দেওয়ালেরটেক সড়কে বজ্রপাত প্রতিরোধক এই তালের বীজ ও চারা রোপন করা হয়।

[৪] এর আগে ওই সড়কে তালের বীজ ও চারা রোপনের উপকারীতা নিয়ে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি ইঞ্জি: জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন আখন্দ মোমেন, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান প্রমুখ।

[৫] বক্তারা বলেন, আজকে তাল গাছের বীজ রোপন করা হলেও ২/৪ বছরে এর ফলাফল পাওয়া যাবেনা। ৮/১০ বছর পর এই তাল গাছ বড় হলে আমাদের পরিবেশের জন্যযেমন ভাল হবে তেমনি বজ্রপাতেও প্রতিরোধক হবে এই তাল গাছ। তাই সুযোগ হলে সবাইকে তাল বীজ রেপান করার পরামর্শ দেন তারা।

[৬] এ সময় সাংবাদিক বিল্লাল হোসেন, রিয়াদ হোসাইন, সংগঠনের সদস্য এ্যাড. আতিকুর রহমান, মুজিবুর রহমান, সিরাজুল হক ভূঁইয়া, আরিফ আমান ভূঁইয়া, কাজী রোমান, এ্যাড. রাশেদুল হাসান, শাহজাহান শেখ, আশরাফুল হক হোসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ টেকপাড়া রেলক্রসিং থেকে দেওয়ালেরটেক হয়ে দুবার্টি মাদ্রাসা পর্যন্ত ১ সহাস্রাধীক তাল গাছের বীজ ও চারা রোপন করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়