শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৯:৫৫ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ডা. জাফরুল্লাহ, এমন কোনো পরিকল্পনাই নেই: ড. কামাল

শিমুল মাহমুদ: [২] গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতীয় সরকার গঠনের প্রস্তাব শুধু রাজনীতিক বক্তব্য। এ বিষয়ে কোনো ধরনের পরিকল্পনা বা ইচ্ছে নেই।

[৩] তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আবারো নতুন কোনো রাজনৈতিক মোর্চা বা প্ল্যাটফর্ম হতে পারে। জাতীয় ঐক্যফ্রন্ট যেটা আছে, সেটা বিবেচনা করতে হবে। এর চেয়ে বেটার কিছু যদি করা যায়, সেটাও বিবেচনা করতে হবে।

[৪] রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন।

[৫] ড. কামাল সোমবার (৩০ আগস্ট) বিষয়টি নিয়ে আমাদের নতুন সময়কে নিজের অবস্থান জানানোর পর জানতে চাওয়া হয় জাফরুল্লাহর মতামত। তিনি বলেন, কার্যত ড. কামাল হোসেনকে দেয়া প্রস্তাব ছিলো আমার ব্যক্তিগত। এ বিষয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি।

[৬] জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, এ বয়সের কিছু ব্যক্তি আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বার্তা বলেন। এদের অপ্রাসঙ্গিক বক্তব্যের ওপর মন্তব্য করা যৌক্তিক বলে আমি মনে করি না।

[৭] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা মানুষের ভোটাধিকার চাই। নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর চাই। এর বাইরে জাতীয় সরকার প্রসঙ্গে আমার কোনো মন্তব্য নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়