শিমুল মাহমুদ: [২] গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতীয় সরকার গঠনের প্রস্তাব শুধু রাজনীতিক বক্তব্য। এ বিষয়ে কোনো ধরনের পরিকল্পনা বা ইচ্ছে নেই।
[৩] তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আবারো নতুন কোনো রাজনৈতিক মোর্চা বা প্ল্যাটফর্ম হতে পারে। জাতীয় ঐক্যফ্রন্ট যেটা আছে, সেটা বিবেচনা করতে হবে। এর চেয়ে বেটার কিছু যদি করা যায়, সেটাও বিবেচনা করতে হবে।
[৪] রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন।
[৫] ড. কামাল সোমবার (৩০ আগস্ট) বিষয়টি নিয়ে আমাদের নতুন সময়কে নিজের অবস্থান জানানোর পর জানতে চাওয়া হয় জাফরুল্লাহর মতামত। তিনি বলেন, কার্যত ড. কামাল হোসেনকে দেয়া প্রস্তাব ছিলো আমার ব্যক্তিগত। এ বিষয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি।
[৬] জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, এ বয়সের কিছু ব্যক্তি আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বার্তা বলেন। এদের অপ্রাসঙ্গিক বক্তব্যের ওপর মন্তব্য করা যৌক্তিক বলে আমি মনে করি না।
[৭] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা মানুষের ভোটাধিকার চাই। নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর চাই। এর বাইরে জাতীয় সরকার প্রসঙ্গে আমার কোনো মন্তব্য নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব