রাজু চৌধুরী : নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কোভিড - ১৯ জনিত উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে খাদ্য এই সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এইসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করেন তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, সিপিপি,সার্ক মানবাধিকার সংস্থা, রেড ক্রিসেন্ট, বেটার ফিউচার বাংলাদেশ, পূর্বাশার আলো, শ্বাস এবং এম এ ফাউন্ডেশন। খাদ্য সহায়তার মধ্যে ছিল প্রত্যেকের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ লিটার তেল।