শিরোনাম
◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার ◈ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩, বহু হতাহত (ভিডিও) ◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই'

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে ইভ্যালির এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মিনহাজুল আবেদীন: [২] প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে বুধবার (২৫ আগস্ট) দুপুরে এই মামলা করেন মো. রাজ নামের এক গ্রাহক। মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়া হয়েছে। এনটিভি

[৩] মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইভ্যালি থেকে চলতি বছরের ৪ মে একটি টেলিভিশন, পেনড্রাইভ, ইস্তিরিসহ পাঁচটি পণ্য অর্ডার করেন মো. রাজ। ইভ্যালির নীতিমালা অনুযায়ী অর্ডারের সাত থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেয়ার কথা। কিন্তু সে অনুযায়ী পণ্য ডেলিভারি দেয়া হয়নি। সমকাল

[৪] এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগ বলেন, বাদীর জবানবন্দি গ্রহণ ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিরাজগঞ্জ পিবিআইয়ের ওপর দায়িত্ব দিয়েছেন মোকাম কামারখন্দ থানা আমলী সিরাজগঞ্জ আদালতের বিচারক মোছা. জেসমিন আরা। দেশ রুপান্তর

[৫] মামলার বাদী মো. রাজ বলেন, ইভ্যালির সাইক্লোন অফার থেকে টেলিভিশন, পেনড্রাইভ, ইস্তিরিসহ নিত্যপ্রয়োজনীয় পাঁচটি পণ্য অর্ডার করেছিলাম, যার মূল্য ৫০ হাজার ৭৩৭ টাকা।নির্দিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। বাংলা ট্রিবিউন

[৬] সিরাজগঞ্জ পিবিআই পুলিশের এসপি মো. রেজাউল করিম বলেন, মামলার তদন্তের বিষয়ে আদালতের নির্দেশের বিষয়টি জেনেছি। তবে এখনো কাগজ হাতে পাইনি। কাগজ হাতে পেলে আদালতের নির্দেশ মতো যথাযথ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে। বিডি নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়