রাকিবুল আবির: [২] মালির সাবেক প্রধানমন্ত্রী বউবেয়ে মাইগাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মূলত ব্যক্তিগত বিমান কেনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় তার আইনজীবী। আলজাজিরা
[৩] গ্রেফতারের সঠিক কারণ স্পষ্ট নয়, তবে কারণটি অবশ্যই ২০১৪ সালে ৪০ মিলিয়ন ডলারে একটি প্রাইভেট জেট কেনার সঙ্গে সম্পৃক্ত। বৃহস্পতিবার এসকল তথ্য নিশ্চিত করেছে তার আইনজীবী কাসৌম তাপো। রয়টার্স
[৪] তিনি আরো জানান, আমরা এখনো কেস ফাইল দেখিনি। তাই আমরা এসকল বিষয়ে নিশ্চিত কিছুই বলতে পারবো না। এছাড়াও এ ঘটনায় এখনো কোনো সাড়া দেয়নি দেশটির বিচার বিভাগ। তবে সমালোচকরা বলছেকন, দুর্নীতির দায়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী