শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: [২]শাজাহানপুর বীরগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় এ অভিযান পরিচালনা করেন।

[৩] গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নীলের কুঠি গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ হযরত আলী (৪০) ও নুসরত নাখেন্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ আব্দুল মোতালেব (সাদ্দাম) (২৩)।

[৪] র‌্যাব-১২ ক্যাম্প সুত্রে জানা যায়, র‌্যাবের একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছে থেকে একটি পিকআপ (রংপুর-ন-১১-১৫৮৫), দুটি মোবাইল, তিনটি সীমকার্ড, নগদ টাকা এবং পিকআপে থাকা ৩৩বস্তা আলু জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

[৫] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

[৬] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানী কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ সোহরাব হোসেন এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়