শরীফ শাওন: [২] গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বুধবার দুপুর ১২টায় প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে জানিয়েছে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহŸায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মোনাজ আহমেদ।
[৩] মঙ্গলবার মোনাজ আহমেদ জানান, উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তারা ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। টেকনিক্যাল কমিটির সভায় গতকাল রাতে এ সিদ্ধান্ত হয়।
[৪] এর আগে তিনি জানিয়েছেন, রোববার ফল প্রকাশের সময় নির্ধারিত হলেও টেকনিক্যাল সমস্যার কারণে তা বিলম্ব হয়।