নাফিজা নাওয়াল: এদেশে গ্যাসের দাম বারে,পেট্রের দাম বারে, খুনের মামলার বিচার পাওয়া যায় না। পেঁয়াজ, ভোজ্যতেলের দাম বাড়লে আমাদের সময় নেই প্রেসক্লাবের সামনে দাঁড়ানোর কিন্তু পরিমনির জন্য অনেক সময়। যাদের লিগাল এইড দরকার তারা ঠিক মতো পায় না । যার আসলেই দরকার বিনামূল্যে আইনজীবী তার জন্য কোন আইনজীবী এক পয়সা না নিয়ে বাদীর পক্ষে লড়বে না, যারা লড়বে তার সংখ্যাও হাতেগোনা। শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আমি আসলে লজ্জিত। ফেসবুক থেকে