শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজউকের অভিযানে ১০টি ভবন মালিককে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

সুজিৎ নন্দী: [২] রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশেষ অভিযানে ঢাকার দুই সিটি এলাকায় পরিচালিত অভিযানে জরিমানা করা হয়। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এই অভিযান পরিচালিত হচ্ছে।

[৩] রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোবারক হোসেন জানান, এডিস মশার বংশ বিস্তার রোধ ও নির্মাণ কাজ তদারকি করতে রাজউকের আওতাধীন আট জোনে চারটি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে।

[৪] এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। সেই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে।

[৫] এছাড়া বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪টি ভবনের মালিককে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়।

[৭] এ সময় পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোবারক হোসেন আরো বলেন, ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে ও কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়