শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজউকের অভিযানে ১০টি ভবন মালিককে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

সুজিৎ নন্দী: [২] রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশেষ অভিযানে ঢাকার দুই সিটি এলাকায় পরিচালিত অভিযানে জরিমানা করা হয়। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এই অভিযান পরিচালিত হচ্ছে।

[৩] রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোবারক হোসেন জানান, এডিস মশার বংশ বিস্তার রোধ ও নির্মাণ কাজ তদারকি করতে রাজউকের আওতাধীন আট জোনে চারটি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে।

[৪] এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। সেই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে।

[৫] এছাড়া বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪টি ভবনের মালিককে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়।

[৭] এ সময় পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোবারক হোসেন আরো বলেন, ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে ও কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়