শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ট্রাক চাপায় এক গৃহবধূ নিহত

রিয়াদ ইসলাম : [২] নিহতের নাম রিয়া খাতুন (২০)।

[৩] নিহত রিয়া ঈশ্বরদীর পাকশী যুক্তিতলা পূর্বপাড়ার বাবুর মেয়ে এবং কু্ষ্টিয়া মিরপুর উপজেলার নলদা গ্রামের আজিম উদ্দিন সরকারের ছেলে মৃদুলের সহধর্মিণী।

[৪] সোমবার (২৩ আগষ্ট) সকাল ৭ টায় দাশুড়িয়া -কুষ্টিয়া মহাসড়কের রুপপুর পারমানবিক প্রকল্পের সামনে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী রিয়ার মৃত্যু হয় ।

[৫] এসময় মটর সাইকেল চালক রিয়ার স্বামী মৃদুল গুরুতর আহত হয়। বর্তমানে সে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় কু্ষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুরের নলদা থেকে ওই দম্পতি মোটরসাইকেলে চড়ে পাকশী অভিমুখে আসছিল। মৃদুল শ্বশুর বাড়িতে রিয়াকে নামিয়ে দিয়ে রুপপুর পারমাণবিকে কাজে যোগ দিবেন। কিন্তুু রূপপুর প্রকল্পের সামনের সড়কে কু্ষ্টিয়াগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে পড়ে। ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে রিয়া ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ মৃদৃলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

[৭] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামিম জানান, শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। মাথায় আঘাত লেগেছিল। অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৮] পাকশী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পাকশী হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়