আব্দুল্লাহ মামুন: [২] রাজধানীর ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। জাগোনিউজ ২৪
[৩] সোমবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। তিন কার্যদিবসের মধ্যে এ জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে। এদিন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম ৫ দিনের রিমান্ড আবেদনসহ পিয়াসাকে আদালতে হাজির করেন। বাংলা নিউজ ২৪
[৪] এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সারাবাংলা ডট নেট।
[৫] প্রসঙ্গত, ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসা ও মৌ আক্তারের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও গ্রেফতার করা হয়। এরপর কয়েকদফা পিয়াসাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।