শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ড সিরিজে অ্যালেন ও সিয়ার্স বাংলাদেশের জন্য হুমকি

স্পোর্টস ডেস্ক : [২] আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদের স্কোয়াডে নেই বিশ্বকাপ দলের কোনো সদস্য। দ্বিতীয় সারির এই কিউই দলে সুযোগ পেয়েছেন ফিন অ্যালেন, বেন সিয়ার্সের মতো তরুণ ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের জার্সিতে ইতোমধ্যেই অভিষেক হয়েছে অ্যালেনের।

[৩] আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ না পেলেও ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগে ঠিকই নিজের জাত চিনিয়েছেন তিনি। বোলিংয়ে গতিময় বোলিংয়ের সঙ্গে ব্যাটসম্যানদের বোকা বানাতে পটু সিয়ার্স। সফরে আসার আগে তাদের দুজনের শক্তির জায়গায় কথা বলে বাংলাদেশকে খানিকটা ‘হুমকি’ দিয়ে রাখলেন রাচিন রবীন্দ্র।

[৪] অ্যালেনের ব্যাটিং সামর্থ্য প্রসঙ্গে রাচি বলেন, আমি অ্যালেনের বিপক্ষে ও একই দলে প্রচুর ক্রিকেট খেলেছি এবং আমি তার সঙ্গে ব্যাটিং উপভোগ করি। সে বর্তমান বিশ্বের বিধ্বংসী ব্যাটসম্যানদের অন্যতম একজন। তার ব্যাটিং দেখতে সত্যিই অবিশ্বাস্য। বিশেষ করে সুপার স্ম্যাশ ক্যাম্পেইনে সে যেভাবে ব্যাটিং করেছে, তা মনমুগ্ধকর ছিল।

[৫] নিউজিল্যান্ডের পেস বোলিং ইউনিট বরাবরই বেশ সমৃদ্ধ। এই সিরিজে কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরা না আসলেও বাংলাদেশের বিপক্ষেও তাদের শক্তির বড় জায়গা কিউই পেসাররা। যেখানে নতুন সেনসেশন সিয়ার্স। তার দুর্দান্ত গতি ভোগাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।

[৬] এমনটাই বলছেন তারই সতীর্থ রবীন্দ্র। সিয়ার্সের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, সিয়ার্সকে নেটে খেলতে হলেও আপনাকে প্রস্তুতি নিয়েই খেলতে হবে। সে যুব দল থেকেই দারুণ গতিতে বল করে আসছে। আমি ইতিমধ্যে অনেকবার তার মুখোমুখি হয়েছি। সে অবশ্যই এখানে ভাল কিছু করবে - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়