হামিদুল ইসলাম: [২] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও স্কাফ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
[৩] শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রামে অভিযান চালায়। এসময় আব্দুল হামিদ (৪০) কে ৩০০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও ৯ বোতল স্কাফ সিরাপ সহ আটক করা হয়।
[৪] আটক আব্দুল হামিদ নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে।
[৫] মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলায় শনিবার আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
[৬] অপরদিকে, আরেক অভিযানে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আরাজী পাইকডাঙ্গা গ্রাম থেকে দুই যুবককে আটক করে পুলিশ। আটক ওই দুই যুবকের নাম সামিউল ইসলাম ওরফে সানি ব্যাপারী (২৫) ও আরিফুল ইসলাম (২৫)। তারা ভূরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা। তাদের নিকট থেকে পুলিশ ১ দশমিক ৭ গ্রাম হেরোইন ও ২ পিস ইয়াবা উদ্ধার করে।
[৭] ভূরুঙ্গামারী থানার ওসি (চলতি দায়িত্ব) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।