সুস্থির সরকার: [২] নেত্রকোণায় সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংশাগুচ্ছ গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীকে সিধ কেটে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
[৩] মৃত শরীফা আক্তার (৩২) সৌদি প্রবাসীর রিপন মিয়ার স্ত্রী।
[৪] শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকা শরীফার লাশটি উদ্ধার করে পুলিশ।
[৫] নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল শুক্রবার রাতে প্রতিদিনের মতোই শরীফা রাতের খাবার খেয়ে ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা সিধ কেটে ঘরের ভিতরে ঢুকে গলা কেটে শরীফাকে হত্যা করে পালিয়ে যায়। ভোরের দিকে মেয়ে সজাগ হয়ে তার মাকে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শরীফার লাশ উদ্ধার করা হয়।
[৬] ওসি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে সবদিক মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল ঘটনাস্থলে গেছেন। সম্পাদনা: হ্যাপি