শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৪:২২ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারজানা আখতার সুপর্ণা: ১৫ আগস্টের নীল নকশারই ধারাবাহিকতা ২১ আগস্ট

ফারজানা আখতার সুপর্ণা: ২১ আগস্ট গ্রেনেড হামলা চলিয়েছিলো তৎকালীন ক্ষমতাশীন দল বিএনপি-তারেক গংরা। ইতিহাসের ন্যাক্কারজনক এ হামলায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতি ভূ লুন্ঠিত করতে যে বেপরোয়া তৎপরতা চালানো হয় তা নিন্দনীয় এবং নজিরবিহীন।

মূলত বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার এ অপচেষ্টায় পুরো বিএনপি -জামাত জোটকে বিশ্ববাসী সন্ত্রাসী দল হিসেবেই চিহ্নিত করেছে। দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় মনোবলে এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অবস্থানের প্রেক্ষিতে ঘুরিয়ে দাঁড়াতে সময় লাগে নি বাংলাদেশ আওয়ামী লীগের।  দলীয় নেতাকর্মীদের মানববর্ম রুখে দিয়েছিলো সেদিন প্রিয় নেত্রীর হত্যাচেষ্টা।

আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে যতোবার আঘাত আসবে ততবারই জীবন বাজি রেখে এভাবেই ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ।সেদিন ঢাকার মেয়র হানিফ ভাই,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ বহু সংগ্রামী নেতৃত্বকে আমরা হারিয়েছি।

নারীদের উপর আর্জেস গ্রেনেডের এমন হামলা কোন রাজনৈতিক দলের সমাবেশে কখনো ঘটেনি। সরকারি দলের মদদে নজিরবিহীন বর্বরতায় স্তব্ধ হয়েছিলো সারা দেশ। এখনো বহু আহত নেতাকর্মী গ্রেনেডের স্প্লিন্টার শরীরে বয়ে বেড়াচ্ছেন। অবর্ণনীয় এ কষ্ট!

যে দল রক্ত দিয়ে স্বদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রগামী  ভূমিকা পালন করেছে, যে দল তৃণমূলের মাটি ও মানুষের বিজয়গাঁথায় বিশ্বাসী, যে দল জনগণকে ভালোবাসে- সে দলকে আঘাত করা যায় বারংবার কিন্তু নির্মূল করা যায় না।

করোনাকালীন সময়ে ও বাংলাদেশ আওয়ামী লীগই কেবল জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। কোটি মানুষকে ভ্যাক্সিনেশন কার্যক্রেমের আওতায়  আনতে সরকার অহর্নিশ কাজ করছে। অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করাকেই  প্রাধ্যান্য দেওয়া হচ্ছে।

আগুনে পুড়ে যেমন স্বর্ণ খাঁটি হয়,তেমনি মুহুর্মুহু  আঘাতে বাংলাদেশ আওয়ামী লীগ নিখাঁদ দেশপ্রেম ও জনতার নির্ভরতার প্রতীক হিসেবে পরিপক্ক হয়েছে। জঙ্গি মদদদাতা রাজনীতিক বিএনপি জামাত গংয়ের আস্ফালনে অতিষ্ঠ হয়ে বাংলার আপামর মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাতেই আস্হাশীল।

২১ আগস্ট গ্রেনেড হামলার পেছনের কুশীলবদেরকেও  বিচারের আওতায় আনতে হবে তবেই বাংলাদেশ জঙ্গিবাদ, উগ্রবাদিতা ও সন্ত্রাস দমনে সর্বোচ্চ সফলতা অর্জনে সক্ষম হবে বলে বিশ্বাস করি।

প্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশপ্রেমকে চ্যালেঞ্জ করবে, এমন দ্বিতীয় কেউ নেই।  আমরা কোটি ভাইবোন বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশালী দেশ হিসেবে পরিচিত করে তুলতে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ।  বাংলার মাটিতে কোন দুষ্কৃতকারীর ছাড় নেই।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ  সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

ফারজানা আখতার সুপর্ণা: সাবেক ছাত্রনেতা এবং সদস্য, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়