রাহুল রাজ: [২] বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু তার চারদিন আগেই ঢাকায় পা রাখলেন দুই কিউই ক্রিকেটার।
[৩] শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮.৪০ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্রান্ডহোম এবং ফিন অ্যালেন। ইংল্যান্ডের ‘দ্যা হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলে এমিরেটসের একটি ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি ঢাকা আসেন এই দুই ক্রিকেটার।
[৪] উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।