শিরোনাম
◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে বিকাশে হাতিয়ে নেয়া টাকা ৪ মাস পর উদ্ধার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে একটি প্রতারনা চক্র বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের হাতিয়ে নিয়া ৩০ হাজার টাকা দীর্ঘ ৪ মাস পর আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধার করেছে।

[৩] বুধবার (১৮ আগস্ট) বিকেলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) আদমদীঘি থানায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির দুর্গাপুরের টাকার মালিক সবুজ হোসেনরে হাতে তুলে দেন উদ্ধার করা ৩০ হাজার টাকা।

[৪] এসময় উপস্থিত ছিলেন- বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সিনিয়র এএসপি নাজরান রউফ, ওসি জালাল উদ্দীন, ওসি (তদন্ত) আলমাস আলী সরকার, উপ-পরিদর্শক সোলায়মান আলী প্রমূখ।

[৫] পুলিশ জানায়, চার মাস আগে আদমদীঘির দুর্গাপুরের সবুজ হোসেনের কাছে মোবাইল ফোনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিকাশে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে মোবাইল ফোন বন্ধ রাখে চক্রটি। এরপর ওই টাকার মালিক সবুজ হোসেন আদমদীঘি থানায় প্রতারক চক্রের বিকাশ মোবাইল নম্বর দিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ বর্তমান প্রযুক্তি ব্যবহার করে অবশেষে ৪ মাস পর আদমদীঘি থানার উপ-পরিদর্শক সোলায়মান আলী গত ১৭ আগস্ট মঙ্গলবার চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা থেকে খোয়া যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন।

[৬] টাকা পেয়ে সবুজ হোসেন জানায়, তাকে চক্রটি প্রতারণা করেছে সেটা বুঝতে না পেরে টাকা দিয়েছিলাম। উদ্ধার হওয়া টাকা ফেরৎ পেয়ে তিনি খুশি হয়েছেন।

[৭] আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, বর্তমান প্রযুক্তিতে প্রতারণা করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়