শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিক ও লিটনকে যুক্ত করে নিউজিল্যান্ড সিরিজে শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: [২] নিউজিল্যান্ডের দুর্বল দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক বিবৃতি দিয়ে ১৯ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব।

[৩] এই ত্রয়ী সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না। এর আগে জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন তারা। বাবা অসুস্থ থাকায় মুশফিক একমাত্র টেস্ট খেলেই ফেরেন দেশে। আমিনুল বাবাকে হারিয়ে ফেরেন মাঠে নামার আগেই আর শ্বশুর অসুস্থ থাকার কারণে লিটন ফেরেন দুই টি-টোয়েন্টি ম্যাচ না খেলে।

[৪] অস্ট্রেলিয়ার কঠোর বায়োবাবল শর্তের কারণে দেশে থাকলেও শেষ পর্যন্ত তাদের ছাড়াই খেলতে হয় বাংলাদেশকে। অস্ট্রেলিয়া সিরিজে থাকলেও নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। বাকি ৪টি খেলা হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

[৫] বাংলাদেশ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়