শিরোনাম
◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার ◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তি

ডেস্ক নিউজ: টানা বর্ষণ ও পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধের প্রায় ৯৫টি গেট (দরজা) খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সকল নদ-নদীর পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বিষয়টি তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর, নায়ারয়নপুর,আলাতুলি,চড়বাগডাংগা আর শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর,পাকা ও উজিরপুর এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সদর উপজেলার নারায়ণপুর ও চড়বাগডাংগা।এছাড়া শিবগঞ্জের দূর্লভপুর আর পাকা ইউনিয়নও প্লাবিত হয়েছে। যার ফলে এসব এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে পরেছেন। এলাকায় দেখা দিয়েছে খাবার পানি ও গো-খাদ‌্যের সংকট। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে এখানকার মানুষের ভোগান্তির অন্ত নেই।

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৪৫৩ হেক্টর জমির ধান ও শাকসবজি বন্যায় ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশধান ৩৯৫ হেক্টর,শাক সবজি ৩৩ হেক্টর,রোপা আমন ৭ হেক্টর,অন্যান্য ফসল ১৮ হেক্টর। সব মিলিয়ে ১ হাজার ৮৪৯ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাইজিংবিডি

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শরীফ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১২ সেন্টিমিটার ও মহানন্দায় ১০ সেন্টিমিটার। বর্তমানে পদ্মায় ২২ দশমিক ১৮ মিটার ও মহানন্দায় ২০ দশমিক ৫৫ মিটার পানি আছে। পদ্মা নদীতে বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫০ মিটার। পদ্মা তার বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়