শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তি

ডেস্ক নিউজ: টানা বর্ষণ ও পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধের প্রায় ৯৫টি গেট (দরজা) খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সকল নদ-নদীর পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বিষয়টি তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর, নায়ারয়নপুর,আলাতুলি,চড়বাগডাংগা আর শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর,পাকা ও উজিরপুর এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সদর উপজেলার নারায়ণপুর ও চড়বাগডাংগা।এছাড়া শিবগঞ্জের দূর্লভপুর আর পাকা ইউনিয়নও প্লাবিত হয়েছে। যার ফলে এসব এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে পরেছেন। এলাকায় দেখা দিয়েছে খাবার পানি ও গো-খাদ‌্যের সংকট। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে এখানকার মানুষের ভোগান্তির অন্ত নেই।

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৪৫৩ হেক্টর জমির ধান ও শাকসবজি বন্যায় ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশধান ৩৯৫ হেক্টর,শাক সবজি ৩৩ হেক্টর,রোপা আমন ৭ হেক্টর,অন্যান্য ফসল ১৮ হেক্টর। সব মিলিয়ে ১ হাজার ৮৪৯ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাইজিংবিডি

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শরীফ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১২ সেন্টিমিটার ও মহানন্দায় ১০ সেন্টিমিটার। বর্তমানে পদ্মায় ২২ দশমিক ১৮ মিটার ও মহানন্দায় ২০ দশমিক ৫৫ মিটার পানি আছে। পদ্মা নদীতে বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫০ মিটার। পদ্মা তার বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়