শিরোনাম
◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে কওমী মাদ্রাসা ছাত্রী অপহরণ, থানায় লিখিত অভিযোগ

সনত চক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৩ বছর বয়সের এক কওমী মাদরাসা ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

[৩] সোমবার দিবাগত রাতে উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী খরসূতি কওমী মহিলা মাদরাসায় চার জামায়াতে পড়াশোনা করে।

[৪] এ ঘটনায় মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ওই ইউনিয়নের গৌরিপুর গ্রামের মেহেদী প্রমানিককে এক নম্বর আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​[৫] থানার অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার খরসূতি মহিলা মাদরাসার ওই ছাত্রী করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছিলো। সোমবার দিবাগত রাতে টয়লেটে যাওয়ার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঘর থেকে বাহির হয়। পূর্বে থেকে ওত পেতে থাকা অপহরণকারী গৌরিপুর গ্রামের মেহেদী প্রামানিক তার সাঙ্গপাঙ্গ নিয়ে ছাত্রীর মুখ বেঁধে বাড়ির পাশের রাস্তায় নিয়ে যায়। এ সময় অজ্ঞাতনামা এক ইজিবাইকে ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় তারা। ছাত্রীকে ঘরে আসতে না দেখে তার অভিভাবকরা অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায় পরিবারের লোকজন জানতে পারে মেহেদী নামে এক ছেলে লোকজন নিয়ে মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে।

[৬] এ বিষয়ে মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীর বাবা মো. লাল মিয়া জানান, কিছুদিন আগে মেহেদীর অভিভাবকরা ওই ছাত্রীর বিয়ের প্রস্তাব দেয় মেহেদীর সঙ্গে। ছাত্রীর বয়স কম থাকায় আমি বিয়েতে রাজি না হওয়ায় ছেলের লোকজন হুমকিও দেয়। মেহেদীর পরিবারকে বিষয়টি জানালে তাঁকে গালিগালাজ ও জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে।

[৭] বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, অপহরণের অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপহরণের সত্যতা পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়