ওয়ালিউল্লাহ সিরাজ: [২] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই জন্য এখনই তার পদত্যাগ করা উচিত। প্রেসিডেন্টের ব্যর্থতার কারণেই সম্প্রতি করোনার সংক্রমণও বৃদ্ধি পেয়েছে। দ্যা হিল
[৩] ট্রাম্প আরো বলেন, আফগানিস্তানে বাইডেন যেটা করেছেন সেটা আসলে অদ্ভূত। আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকলে সেনা প্রত্যাহার প্রক্রিয়া আরও সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হতো। ইয়াহু নিউজ
[৪] দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তান দখলে নিলো তালিবান। রোববার তারা রাজধানী কাবুলের দখল নেয়। কোনো রক্তপাত ছাড়াই দখল করে নেয় প্রেসিডেন্সিয়াল প্রাসাদ। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পালিয়ে যান প্রতিবেশি দেশে। বিবিসি
[৫] আগামী ৩১ আগস্টের মধ্যে আফগান থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা সরানোর কথা থাকলেও এর দুই সপ্তাহেরও বেশি সময় আগে কাবুল দখলে নিলো তালিবান। নিজেদের দূতাবাস কর্মীদের নিরাপত্তার অজুহাতে ফের ৬০০০ সেনা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে যে কোনো সময় সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালিবান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব