শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগীর চাপ কমছে করোনা হাসপাতালে

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতালগুলোর মধ্যে অন্যতম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২। এক সপ্তাহ আগেও এ হাসপাতালে ভর্তির জন্য করোনা রোগীদের ভিড় লেগে থাকত। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর স্বজনরা এ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। জাগো নিউজ

বেড খালি না থাকায় চিকিৎসকরা অন্য হাসপাতালে রেফার করে রোগীদের ফিরিয়ে দিতেন। কিন্তু বর্তমানে ঢামেক হাসপাতাল-২ ছাড়াও অন্য প্রায় সব হাসপাতালে করোনা রোগী ভর্তির চাপ খানিকটা কমেছে। তবে মুমূর্ষু করোনা রোগীদের আইসিইউ বেডের সংকট এখনও প্রবল।

আজ (রোববার) ঢামেক হাসপাতালের অনুসন্ধান বিভাগে কর্তব্যরত একজন কর্মকর্তা জানান, গতকাল (১৪ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৪৯ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এরপর দুপুর ১টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা মাত্র ৬ জন।

ওই কর্মকর্তা জানান, গত সপ্তাহ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা এত বেশি ছিল যে, বেড খালি না থাকায় নতুন রোগী ভর্তি করা যাচ্ছিল না। হাতেগোনা কিছু মুমূর্ষু রোগী ছাড়া অধিকাংশ রোগীকে অন্য হাসপাতালে রেফার বা ব্যবস্থাপত্র দিয়ে বাসায় গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হতো।

রোববার দুপুর ১টার দিকে এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, আগের মতো লাইন ধরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে নেই। নেই অক্সিজেন মাস্ক পরিহিত কোনো রোগী। চারদিকে অনেকটা নিরবতা। মাঝে মধ্যে দুই-চারজন রোগী রিলিজ দেয়া হলে তারা সিএনজিচালিত অটোরিকশা বা প্রাইভেট কারে করে মালপত্র তুলে রোগীকে নিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ এক নারীর মরদেহ বের করে আনা হয়। তার স্বজনরা জানান, তিনি করোনায় নন, অন্য রোগে মারা গেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত হেলথ বুলেটিনে দেখা গেছে, ১৪ আগস্ট পর্যন্ত রাজধানীর সরকারি করোনা ডেডিকেটেড সর্বমোট ১৭টি হাসপাতালে ৪ হাজার ২৭২টি সাধারণ বেডের মধ্যে ১ হাজার ৭৩৮টি খালি রয়েছে। ৩৮২টি আইসিইউ বেডের মধ্যে ৫৫টি এবং ৪৩৫টি এইচডিইউ-এর মধ্যে ৩৯টি খালি রয়েছে।

এছাড়া বেসরকারি ২৯টি হাসপাতাল ও ক্লিনিকের ২ হাজার ৬২টি সাধারণ বেডের মধ্যে ৮৭৮টি, ৫১৮টি আইসিইউয়ের মধ্যে ১৮৫টি এবং ২৬৬টি এইচডিইউয়ের মধ্যে ৯৬টি খালি আছে।

রাজধানীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪৬টি হাসপাতাল ও ক্লিনিকের সর্বমোট ৬ হাজার ৩৩৪টি বেডের মধ্যে ২ হাজার ৬১৬টি, ৯০০টি আইসিইউয়ের মধ্যে ২৪০টি এবং ৭০১টি এইচডিইউ বেডের মধ্যে ১৩৫টি খালি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়