[১] শ্রদ্ধায় স্মরণে সারাদেশে জাতীয় শোক দিবস পালিত
জেরিন আহমেদ: [২] আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকীর এই দিনটি শ্রদ্ধা-ভালোবাসাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে দেশবাসী।
[৩] আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত তুলে ধরা হলো:
বরগুনা: জেলা প্রশাসক হাবিবুর রহমান রাষ্ট্রের পক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপরই পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পমাল্য অর্পণ করেন।
লক্ষ্মীপুর : শোক আর শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে। ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
নেত্রকণা: জেলার কলমাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২০২১ পালিত। নেত্রকোনা জেলার কলমাকান্দায় রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা পরিষদ, কলমাকান্দা প্রেসক্লাব, কলমাকান্দা সরকরি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
ফরিদপুরে: নানা আয়োজনে ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ রবিবার (১৫ আগস্ট) সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সোনারগাঁ: সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (যাদুঘর) অবস্থিত জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শোকদিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া ও গণভোজের মধ্যমে শোক দিবস পালন করেন। এ সময় নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, উপজেলা প্রশাসন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি এবং অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাভার: যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীরা র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া এবং গণভোজের আয়োজন করেন। সকালে সাভার উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান সহ আওয়ামিলীগের নেতাকর্মীরা। এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম (পাভেল) যুবলীগ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রংপুর: সকাল আটটায় রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার আর ভালোবাসার স্রোত যেতে থাকে জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের দিকে। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু; ফাঁসি ফঅঁসি চাই-পলাতক খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে বঙ্গবন্ধু চত্বর।
চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে জীবননগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তলন করেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংস্থানের নেতৃবর্গরা। পরবর্তীতে জীবননগর বাস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
ঝিনাইদহ: যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো: মজিবর রহমান ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বঙ্গবন্ধু প্রেরণা ৭১এ পুস্পমাল্য অর্পণ করেন। পরে সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সপাদক ও পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসসহ মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
ধামরাই: ১৫ আগস্ট সকাল ১০ ঘটিকার সময় বাঙালি জাতির জনক' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কোবির মোল্লার সভাপত্তিতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর ধামরাইয় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর: আলোচনা সভা ও দোয়া-মাহফিল আয়োজনের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে জেলা আওয়ামীলীগ। রোববার (১৫ আগস্ট) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও থানা আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠনগুলি।
অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জামালপুর: জেলায় জাতীয় শোক দিবস ও মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপির মহাপরিচালকের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

নীলফামারী: জেলার কিশোরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। এসময় কালো ব্যাজ ধারণ ও মোনাজাত শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
ডেমরা প্রতিনিধি: “শোক রূপান্তরিত হবে শক্তি, উন্নয়নে করবো অর্থনৈতিক মুক্তি” এ স্লোগান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডেমরায় দোয়া ও আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) দুপুরে ষ্টাফ কোয়ার্টার সংলগ্ন হাজী নগর এলাকায় অবস্থিত এনআরবিসি ব্যাংকে শোক দিবসের এ কর্মসূচী পালন করা হয়। এ সময় এসকে চাইল্ড ফাউন্ডেশনের শতাধিক প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবারসহ খাদ্যসামগ্রী হিসেবে চাল,ডাল,তেল,আলু ও পিয়াজ বিতরণ করা হয়।
এসময় ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. মিরাজ সরদারের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আজীজ প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শরিফ হোসেন লিটন, বশির উদ্দিন, শওকত আকবর লিংকন, মো. শহিদুল্লা গাজী (কালু), মো. আতিকুল ইসলাম চৌধুরী, ফারহান ও জাকির হোসেনসহ এলাকার অন্যান্য ব্যবসায়ী ও বরেণ্যে ব্যক্তিবর্গ।