মাছুম বিল্লাহ: [২] ১৫ আগস্ট রোববার ৭৫ তম স্বাধীনতা দিবসে ভারতের একাধিক স্থানে বাংলাদেশি জঙ্গিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
[৩] দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ভারতের প্যারামিলিটারি ফোর্সের একজন সিনিয়র অফিসার শনিবার পত্রিকা দুটিকে বলেছেন, স্বাধীনতা দিবসে হামলা হতে পারে। সেই হামলার পিছনে থাকতে পারে বাংলাদেশে অবস্থিত ইসলামপন্থী সন্ত্রাসবাদীরা। এই তথ্য আগে দিয়েছে গোয়েন্দারা। কয়েকদিন আগেই কলকাতা থেকে বেশ কয়েকজন বাংলাদেশের জেএমবি জঙ্গি গ্রেফতার হয়েছিল। গোয়েন্দারা জানিয়েছিলেন শুধু পশ্চিমবঙ্গে নয় আরও অনেক রাজ্যেই ছড়িয়ে রয়েছে বাংলাদেশী জঙ্গি।
[৪] শনিবার বিএসএফের আঞ্চলিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শৈলেন্দ্র কুমার সিনহা জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের আসাম এবং কোচবিহার জেলায় সমগ্র ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি চলছে। আন্তর্জাতিক সীমান্তে যারা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইছে তার সাথে কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে।’
[৫] তিনি আরও জানিয়েছেন, বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ চালু করেছে এবং আধা সামরিক বাহিনীর সকল শাখার সকল কর্মকর্তা ও জওয়ানরা এই মহড়ায় অংশ নিচ্ছেন যা ১৬ অগাস্ট পর্যন্ত চলবে। ডিআইজি বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশভিত্তিক ইসলামপন্থী সন্ত্রাসবাদী এবং প্রতিবেশী দেশ সংলগ্ন রাজ্যে পরিচালিত ভারতীয় বিদ্রোহীদের নিরাপত্তা নিয়ে হুমকির কারণে এটি চালু করা হয়েছে।