শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে ভোক্তা-অধিকারের অভিযানে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা

স্বপন দেব: [২] নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

[৩] সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহযোগিতায় শুক্রবার (১৩ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার, গোরারাই রোড, মৌলভীবাজার রোড, শেরপুর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

[৪] উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রর্দশন না করা, বাসি এবং খাবারের অনুপযোগী গতকালের ফাস্ট ফুড আজ বিক্রয় করা, বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ প্যাম্পাস ও স্যাম্পু বিক্রয় করার তাকে রাখা, মাছের মেয়াদ উত্তীর্ণ ভিটামিন বিক্রয় করা এবং বিক্রয়ের উদ্দশ্যে মেয়াদ উত্তীর্ণ কৃষিজাত কীটনাশক বিক্রয়ের তাকে রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সরকার বাজারে অবস্থিত বেঙ্গল ফুডকে ৪ হাজার টাকা, গোরারাই রোডে অবস্থিত মেসার্স রাহী এন্টারপ্রাইজকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

[৫] আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়