শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা প্রকৌশলীদের বাসে হামলায় র-এনডিএস জড়িত: পাকিস্তান

জেরিন আহমেদ: [২] পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এনডিএসের যোগসাজশে বাসে হামলা হয় বলে তদন্তে জানা গেছে।

[৩] পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এনডিএসের যোগসাজশে ওই হামলা হয় বলে তদন্তে জানা গেছে। খবর রয়টার্স

[৪]গত ১৪ জুলাই সকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহিস্তান জেলায় যাত্রীবাহী বাস দাসু জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার পথে গিরিখাদে পড়ে যায়। খাদে পড়ার আগে বাসটিতে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় প্রকল্পের ৯ চীনা প্রকৌশলীসহ ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ২৮ জন।

[৫] বাস বিস্ফোরণ ঘটনার পূর্ণ তদন্তের অঙ্গীকার সে সময় পাকিস্তানের পক্ষ থেকে করা হয়।

[৬] পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুরুতে জানিয়েছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস লিক করায় বিস্ফোরণটি হয়। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান ওই ঘটনাকে ‘বোমা বিস্ফোরণ’ হিসেবে অভিহিত করেন। ওই হামলার তিন দিন পর চীনের ১৫ সদস্যের তদন্তকারী দল পাকিস্তানে পৌঁছায়।

[৭] পরে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, কোহিস্তানে বাস বিস্ফোরণে সন্ত্রাসবাদের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। কারণ প্রাথমিক তদন্তে বিস্ফোরক পাওয়া গেছে।

[৮] পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছিলেন, ‘বাস বিস্ফোরণ ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। পাকিস্তানের সর্বোচ্চ সংস্থা ওই ঘটনা তদন্তে কাজ করছে। তদন্ত দলে চীনের ১৫ কর্মকর্তাকেও যুক্ত করা হয়েছে।’তদন্তের হালনাগাদ তথ্য চীনের সরকারকে জানানো হচ্ছে বলেও জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

[৯] তিনি বলেন, ‘আমরা চীন সরকারকে ফের আশ্বস্ত করছি, চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) শত্রু ও চীন-পাকিস্তান বন্ধুত্বে ফাটল ধরানোর চেষ্টারত দুর্বৃত্তদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।’

[১০] স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে চীন-পাকিস্তানের মৈত্রী ক্ষতিগ্রস্ত করা যাবে না। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে পাকিস্তানকে সহযোগিতা করতে সব রাষ্ট্রকে আহ্বান জানায় নিরাপত্তা পরিষদ। বিজনেস স্ট্যার্ন্ডাড

  • সর্বশেষ
  • জনপ্রিয়