শিরোনাম
◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৩:৩৬ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মলেন্দু গুণ: সত্যঘুম ও মিথ্যাঘুম

নির্মলেন্দু গুণ: আমি ঘুমের দিকে এগিয়ে গেলাম ঘুম করবো বলে। ভেবেছিলাম, সন্তান হাগু করলে সদ্যজাত শিশুর মা যেমন খুশি হয়, ঘুম করলে ঘুমও তেমনি খুশি হবে। কিন্তু না। ঘুম বললো, -‘যা যা, তোরে আমি হাড়ে-হাড়ে চিনি, মিথ্যে বলিস না। আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে চাস, সেই কথাটা বল। তুই ঘুমের মানুষ নাকি?’ আমি বললাম, ‘এবার দ্যাখো, এবার আমি সত্যি ঘুমাবো। তোমাকে আর দেবো না ফাঁকি।’ ঘুম বললো, ‘পাঁজি ছেলে, ঘুমের আবার সত্যমিথ্যা কীরে?’ আমি বললাম, ‘আছে, আছে, ঘুমেরও সত্য-মিথ্যা আছে।’ ঘুম বললো, ‘কেমন সেটা শুনি।’ আমি বললাম, ‘শোন তবে- (যদিও জানি তোমার কষ্ট হবে) তবু বলি, মিথ্যা এবং সত্য ঘুমের পার্থক্যটা কী।

‘যে-ঘুমগুলো ভেঙে যায় সামান্য নাড়ায়Ñসেই ঘুমগুলো হলো মিথ্যাঘুম। ‘আর সত্যঘুম?’ ‘সত্যঘুম? তোমার কোলে মুখ লুকিয়ে যখন আমি হারিয়ে যাবো সাত আকাশের তারাগুলোর ভিড়ে; যখন আমার দেহ পরিণত হবে মাংস-মজ্জা, হাড়ের পাথরে, ওটাই হবে আমার সত্যঘুম।’

আমার কথা শুনে আমার ঘুম-মা বললো, ‘না, নাÑ একথা বলিস না, বাছা। তোকে আমি বুকের মাঝে খুব-লুকিয়ে রাখবো। আমি তোকে সত্যঘুম ঘুমাতে দেবো না। ওঠ, আমার মিথ্যাঘুমই ভালো।’ কামরাঙ্গীরচর, ৯ আগস্ট ২০২১। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়