শিরোনাম
◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজামামের প্রশ্ন, আইসিসি কী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে?

স্পোর্টস ডেস্ক : [২] পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। এর পরই পাকিস্তান সফরেও যাচ্ছেন কিইউরা।

[৩] এ দুই দেশে সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ৩২ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অদ্ভুত বিষয় হলো বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড স্কোয়াডে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই। একইভাবে পাকিস্তান সফরে দেওয়া স্কোয়াডে নেই কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসনসহ শীর্ষ সাত তারকা।

[৪] সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্যই এমন স্কোয়াড সাজিয়েছে নিউজিল্যান্ড বোর্ড। দলের সেরা সাত ক্রিকেটারই সে সময় আইপিএল খেলতে যাবেন।

[৫] এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক। সরাসরি আইসিসির দিকে আঙুল তুললেন তিনি। জিজ্ঞেস করলেন, আইসিসি কী করছে? বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কি ঘুমিয়ে আছে? দেশের খেলা রেখে আইপিএলকে কী করে প্রাধান্য দিচ্ছে নিউজিল্যান্ড বোর্ড, সে প্রশ্ন রেখে আইসিসিকে একহাত নেন ইনজামাম।

[৬] তিনি বলেন, আইসিসি আসলে কী করছে? এসব কর্মকাণ্ড দিয়ে আসলে কোন ধরনের বার্তা দেওয়া হচ্ছে? আন্তর্জাতিক ক্রিকেটকে পাত্তা না দিয়ে বিভিন্ন দেশের ক্রিকেটাররা আইপিএল বা এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোকে প্রাধান্য দিচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকেই গুরুত্বহীন করা হচ্ছে। - তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার/ যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়