শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবুজতর বাংলা‌দে‌শের প্রত্যাশায় পুনাকের সামা‌জিক বনায়ন কর্মসূচি শুরু

সুজন কৈরী: [২] সবুজের সমারোহে সবুজ বাংলাদেশকে আরও সবুজ করতে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

[৩] বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ সামাজিক বনায়ন কর্মসূচি বুধবার উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

[৪] বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিলে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছে পুনাক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় পুনাকের সামাজিক বনায়ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী জীশান মির্জা। তিনি পুনাকের সাধারণ সম্পাদিকা মোছা. খাদিজা তুল কোবরাসহ সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে পুলিশ প্লাজা সংলগ্ন হাতিরঝিল রাস্তায় বিভিন্ন বনজ, ফলজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।

[৫] পুনাক সভানেত্রী বলেন, মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে, তার সম্মানে বাংলাদেশ পুলিশ ও পুনাক যৌথভাবে সামাজিক বনায়ন কর্মসূচি শুরু করেছে।

[৬] তিনি বলেন, হাতিরঝিলে অনেক প্রজাতির গাছ রয়েছে। আমরা এখানে নানা জাতের ফলের গাছ লাগিয়েছি, যাতে করে পশু-পাখি এবং পথচারীরা গাছের ফল ভোগ করতে পারেন।

[৭] দৃষ্টিনন্দন হাতিরঝিল গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অকুণ্ঠ সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনায় হাতিরঝিল প্রকল্প ঢাকা শহরের তথা বাংলাদেশের জন্য একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে।

[৮] তিনি হাতিরঝিলে অবসর কাটাতে আসা ভ্রমণপিয়াসীদের প্রতি গাছের যত্ন নেওয়ার আহবান জানান।

[৯] পুনাক সভানেত্রী বলেন, পুনাক সীমিত সামর্থ্য দিয়ে দেশ ও সমাজের কল্যাণে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। পুনাকের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

[১০] এ সময় ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, হাতিরঝিল প্রকল্প পরিচালক লে. কর্ণেল কাজী শাকিল হোসাইনসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুনাকের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

[১১] ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেন, কোভিড ১৯ পরিস্থিতিতে আমরা দেখেছি পুনাকের সভানেত্রী দিবা-রাত্রি গরীব অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন। পুনাকের প্রতিটি সদস্য গরীব ও দুঃস্থদের সহায়তায় অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছেন। পুনাক সভানেত্রীর উদ্যোগে দেশে পুলিশের প্রতিটি ইউনিটে একযোগে এ বনায়ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাতিরঝিলে গাছ রোপন করা হচ্ছে। ঢাকার প্রথম ফুসফুস হচ্ছে রমনা পার্ক এবং দ্বিতীয় হাতিরঝিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়