শিরোনাম
◈ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা: একনেক বৈঠক ◈ নীলফামারীর হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা ◈ যেভাবে রশি ছাড়াই ১০১ তালা বিল্ডিংয়ে উঠলেন আমেরিকান যুবক! (ভিডিও) ◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্ধেক গণপরিবহনে ভোগান্তিতে অফিসগামী মানুষ, দু:সহ যানজট

মাসুদ আলম : [২] সরকারী সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকেই রাজধানীতে চালু হয়েছে গণপরিবহন। তবে অর্ধেক সংখ্যক গণপরিবহন চলাচল করছে। সরকারি-বেসরকারি অফিসসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা, অন্যদিকে রাস্তায় অর্ধেক গণপরিবহন চলাচল করায় সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। বাস গুলোতে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। দাঁড়িয়ে নেওয়া হচ্ছে যাত্রী।

[৩] বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, সকাল থেকেই সড়কে গণপরিবহন সংকট। মোড়ে মোড়ে মানুষের ভিড় ছিলো। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী এবং কাজে বের হওয়া মানুষরা। তবে বাস অর্ধেক চলাচল করলেও সড়কে নেমেছে প্রচুর পরিমাণে যানবাহন। ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। সিএনজি ও রিকশায় গুনতে হচ্ছে দ্বিগুন ভাড়া।

[৪] ভাটারা বসুন্ধরা এলাকার বাসিন্দা মামুনুর রশিদ মামুন বলেন, সকাল থেকে শত শত মানুষ অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ানো কিন্তু গণপরিবহন সংকটের কারণে অনেকেই পায়ে গন্তব্যে যান। আবার অনেক বাসের দরজা বন্ধ। কোনো বাসে সিট খালি নেই। সিএনজি ও রিকশা চালকরা ভাড়া যাচ্ছে দ্বিগুন। প্রাইভেট কারের চাপ রয়েছে সড়কে। তাই সকাল থেকে রাস্তায় যানজট দেখা যাচ্ছে।

[৫] ডিএমপির দারুস সালাম জোনের ট্রাফিক পরিদর্শক পলাশ সরকার বলেন, বিধিনিষেধ উঠে যাওয়ায় সকাল থেকে সড়কে গাড়ির চাপ বেড়েছে। এছাড়া ঢাকার বাহির থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ করায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। আবার কেউ রাস্তার ওপর গাড়ি পার্কিং করে রাখেন। যারা ট্রাফিক আইন মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়