শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৪ বছরের রেকর্ড ভেঙ্গে ইউরোপে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াতে পারে ইতালিতে

আখিরুজ্জামান সোহান: [২] মাত্রাতিরিক্ত উষ্ণতায় পুড়ছে ইউরোপের দেশ ইতালি। সম্প্রতি দেশটির সিসিলি দ্বীপে স্বরনকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪৮.৮ সেলসিয়াস (১১৯.৮ ফারেনহাইট)। বিবিসি, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান

[৩] দেশটির আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষকদের হিসেবে এই তামপমাত্রা রেকর্ড করা হয়। বিবিসির খবরে বলা হয়েছে, রেকর্ডকৃত তাপমাত্রাটি বিশ্ব আবহাওয়া সংস্থা( WMO)এর যাচাইয়ের মাধ্যমে ইউরোপের ইতিহাসে সর্বোচ্চ উষ্ণ তাপমাত্রা হিসেবে রেকর্ড হতে পারে।

[৪] ডব্লিউএমও অনুসারে, ইউরোপের সরকারি হিসেব অনযায়ী বর্তমানে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছিল ১৯৭৭ সালে গ্রিসের এথেন্সে ।

[৫] সাম্প্রতিক সময়ে ইতালিতে উদ্ভুত এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে অ্যান্টিসাইক্লোনকে, যার নাম দেওয়া হয়েছে ‘লুসিফার’। অ্যান্টিসাইক্লোনটি আফ্রিকা থেকে সরে ইউরোপে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

[৬] উল্লেখ্য, অ্যান্টিসাইক্লোন হল এমন একটি প্রাকৃতিক অবস্থা, যেখানে উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের স্থান, শীতল বাতাস টেনে নেয়। যার ফলে, ভূমন্ডলে তাপমাত্রা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়।

[৭] লুসিফারের গতিবীথি পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, সেটি ইতালির উত্তর অঞ্চলে অগ্রসর হচ্ছে। যার ফলে আগামী কয়েকদিনে রাজধানী রোমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

[৮] ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটে অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে এবং সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হওয়া শহরগুলোতে স্বাস্থ্যঝুঁকির মাত্রা ৮ থেকে ১৫ তে অবনতি ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়