শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদলের তালে তালে আদিবাসী নারীদের সঙ্গে নৃত্য করলেন মমতা! (ভিডিও)

নিউজ ডেস্ক: বিধানসভা ভোটে তৃণমলকে বিপুল সমর্থন জানিয়েছে আদিবাসীরা। তারপর এই প্রথমবার ঝাড়গ্রাম সফরে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সেখানে বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী পাঞ্চি শাড়ি পরিয়ে স্বাগত জানায় মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই শাড়ি পরেই আদিবাসী নৃত্যের তালে পা মেলান মমতা। একইসঙ্গে ধামসা মাদলের তালে তালে আদিবাসী নারীদের সঙ্গে পা মেলালেন তিনি। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে না উঠে, প্রথমে আদিবাসী নৃত্যের তালে মেতে ওঠেন তিনি। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁদের সঙ্গে মিশে যান মমতা।

আদিবাসী গান মন দিয়ে শোনেন মমতা। এরপর হাতে তুলে নেন ধামসার কাঠি। নিজেই বাজান ধামসা। ধামসার পর ঝুমুর হাতে নেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সমাজের বীর শহিদ সিধু-কানহুর ছবিতে শ্রদ্ধা জানান মমতা। অনুষ্ঠানে আদিবাসীদের সম্প্রদায়ের কৃতী মানুষের সংবর্ধনা দেন তিনি।

এদিনের অনুষ্ঠানে সবুজ সাথী, কন্যাশ্রী, জয় জোহর প্রকল্পের আওতায় ১৯ জনের হাতে প্রসংশাপত্রও তুলে দেন মমতা। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ১৩ জনকে সংবর্ধনা দেয়া হয়। বিভিন্ন কাজে নজির গড়ার জন্য জেলার ১৭ জনকে সংবর্ধনাও দেন তিনি।

এদিন আদিবাসীদের অধিকার রক্ষার ডাক দেন মমতা। তিনি দাবি করেন, আদিবাসীদের জমি হস্তান্তর ঠেকাতে আমাদের সরকার আইন চালু করেছে। সারা দেশে আদিবাসীদের অধিকারে এই আইন চালু করা উচিত। আদিবাসীদের জন্য আলাদা দপ্তর তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ধর্মে-ধর্মে, মানুষে-মানুষে ভাগ করি না। সবাই আমরা একসঙ্গে কাজ করি। আপনারা ভালো থাকলে, আমি ভালো থাকবো। আপনাদের কখনও কিছু অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দেখে নেবো। কিন্তু আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আপনারা আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়