শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন ও টাকা

তপু সরকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

[৩] রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

[৪] জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

[৫] বিশেষ অতিথিঃ জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

[৬] আলোচনা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে দুস্থ্য নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য ৫টি উপজেলায় ৩৫টি সেলাই মেশিন দেয়া হয়। একই সাথে ৩০ জন কে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার করে টাকা বিতরণ করা হয়।

[৭] এ-সময় জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬ জন পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে টাকা এবং ৮জন শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার করে টাকা বিতরণ করা হয়।

[৮] অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম,জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাংবাদিক মানিক দও এবং সিনিয়র সাংবাদিক জিএইচ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়