নিজস্ব প্রতিবেদক: [২] টি-টোয়েন্টিতে তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো না করলেও এদিন টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান ছাড়িয়ে যান এই অলরাউন্ডার।
[৩] আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের রান সংখ্যা এখন ১৭০৭। সাকিব ৮৩ ম্যাচে ৮২ ইনিংস খেলে ২৩.৭০ গড়ে এই রান সংগ্রহ করেছেন। এই সময় সাকিবের স্ট্রাইক রেট ছিল ১২৩.৫১। এই বাহাতি ফিফটি প্লাস রান করেছেন ৯ বার আর সর্বোচ্চ স্কোর ৮৪ রান।
[৪] বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এতোদিন শীর্ষে থাকা তামিম এখন নেমে এসেছেম দুই নম্বরে। ৭৪ ম্যাচে তামিমের রান ১৭০১।
[৫] সাকিব, তামিমের পর এই তালিকায় আছেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৬ ম্যাচে ৮৮ ইনিংসে রিয়াদের রান ১৬৩২।
[৬] টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক হাজারের উপর রান আছে আর দুজনের- মুশফিকুর রহিম (১২৮২) ও সৌম্য সরকার (১০৮৯)। এই দুজন রান সংগ্রাহকের তালিকায় আছেন যথাক্রমে চার ও পাঁচে।- ক্রিকবাজ