সুমাইয়া ঐশী: [২] করোনা মোকাবেলার জন্য একটি জরুরি ভিত্তিতে একটি টাস্ক ফোর্স প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি করোনা ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। করোনা মানব ইতিহাসে সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে বলেও মন্তব্য করেন গুতেরেস। আমিরাত নিউজ এজেন্সি
[৩] করোনা ভ্যাকসিনগুলোকে আরো দ্রুত বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে দিতে হবে উল্লেখ করে গুতেরেস বলেন, পরিস্থিতি বিবেচনায় এখন টিকা উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করতে হবে। সেই সঙ্গে শক্তিশালী প্রযুক্তির মাধ্যমে ভ্যাকসিনকে আরো কার্যকরী করে তোলার সময় এসে গেছে বলেও মন্তব্য করেন তিনি। করোনার বিরুদ্ধে গোটা বিশ্বকে এখন এক হয়ে লড়াই করার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিব।