শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের বিপক্ষে বিগ ব্যাশ ও আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ক্রিস্টিয়ান

স্পোর্টস ডেস্ক : [২] পুরো সিরিজেই মিতব্যয়ী বোলিং করে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান। তবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে এসে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং স্পেলটি করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। যেখানে ৪ ওভারে ৫০ রান দেয়া সাকিবের দ্বিতীয় ওভারে পাঁচটি ছক্কা মারেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

[৩] ১০৫ রানের ম্যাচে সেই ওভারেই খেলা বের করে নিয়ে যান এই অজি অলরাউন্ডার। সাকিবকে পাঁচটি ছক্কা মারলেও ম্যাচ শেষে ক্রিস্টিয়ান জানিয়েছেন সাকিবের ওপর চড়াও হওয়ার নির্দিষ্ট কোন পরিকল্পনাই ছিল না এই অজি তারকার। এদিকে বিগ ব্যাশ ও আইপিএলে তার বিপক্ষে খেলার অভিজ্ঞতাও খানিকটা কাজে লাগিয়েছেন ক্রিস্টিয়ান।

[৪] নিজের প্রথম ওভারে দুই রান দেয়া সাকিব আবারও বোলিং আসেন চতুর্থ ওভারে। সেই ওভারের প্রথম বলেই লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন ক্রিস্টিয়ান। পরের বলেও সেই লং অনের ওপর দিয়েই বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। তৃতীয় বলে অবশ্য ডিপ মিড উইকেট দিয়ে হাওয়ায় ভাসিয়ে টানা তিন ছক্কা তুলে নেন।

[৫] পরের বলে অবশ্য ব্যাটে লাগাতে পারেননি ক্রিস্টিয়ান। লং অন ও ডিপ মিড উইকেট দিয়ে শেষ দুই বলেও ছক্কা মারেন তিনি। নতুন বলে পাওয়ার প্লে কাজে লাগানোর পাশাপাশি দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন বলে জানান এই অজি অলরাউন্ডার।

[৬] এ প্রসঙ্গে ক্রিস্টিয়ান বলেন, বিগব্যাশ, আইপিএলে সাকিবের বিপক্ষে আমি কিছু ম্যাচ খেলেছি। না, সে আমার লক্ষ্য ছিল না। আমার কাজ ছিল, ক্রিজে গিয়ে দ্রুত যত বেশি সম্ভব রান করা। পরে যারা আসবে তাদের জন্য রান তাড়ার কাজটা সহজ করা।

[৭] তিনি আরও বলেন, সাকিবের ওপর চড়াও হওয়ার নির্দিষ্ট কোনো পরিকল্পনা আমার ছিল না। ওই ওভারটাতে আমি সৌভাগ্যবান ছিলাম। শটগুলো মাঝ ব্যাটে লেগেছে। পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের মজাই এটা। আমি বেশ স্বাধীনতা নিয়ে খেলছিলাম। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়