যশোর প্রতিনিধি: [২] যশোর সদর উপজেলার হৈবতপুর সাতমাইলে বাজারের রেলক্রসিং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে ডিবি পুলিশ। এরা হলো ওই এলাকার ছেলে আছির উদ্দিন (৬৩) ও তার ছেলে সাদ্দাম হোসেন।
[৩] ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন জানিয়েছেন, শুক্রবার ৬ আগস্ট তারা গোপন সূত্রে জানাতে পারেন বড় হৈবতপুর গ্রামের জালালের চায়ের দোকানের সামনে দুই ব্যক্তি গাঁজা ও ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে।
[৪] সংবাদ পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে সেখানে অভিযান চালিয়ে আছির উদ্দিন ও তার ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এসময় আছিরের কাছ থেকে একশ গ্রাম গাঁজা এবং সাদ্দামের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
[৫] এসআই সাদ্দাম হোসেন আরো জানিয়েছেন, পিতা ও পুত্র দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। খোঁজ নিয়ে দেখে গেছে কোতয়ালি থানায় আছির উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন, বিস্ফোরক ও মাদক আইনে মোট ৯টি মামলা ও তার ছেলে সাদ্দামের বিরুদ্ধে মারামারি ও মাদক আইনে মোট ৫টি মামলা আছে।