শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন শুধু কাগজে কলমে, সন্ধ্যা নামলেই রাজধানীর অলি-গলিতে জমজমাট আড্ডা

শরীফ শাওন: [২] করোনা সংক্রমণরোধে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে বিধিনিষেধ ভেঙ্গে সড়কে বেড়েছে যানবাহন, খোলা রাখা হয়েছে এলাকার দোকানপাট। সন্ধ্যায় চায়ের দোকানসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে তরুন-তরুনিসহ উৎসুক জনতার ভিড়।

[৩] গণপরিবহন বন্ধ থাকলেও শনিবার মিরপুর, বনানী, মহাখালি, ধানমণ্ডি, কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহানের আধিক্য দেখা যায়। প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিক্সার আধিক্য থাকায় বিভিন্ন সড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যায়। সকলেই ‘জরুরি’ অযুহাত দিয়ে সড়কে নেমে আসায় তদারকি করা কঠিন হয়ে পড়েছে জানিয়েছেন মহাখালি ও বনানীতে কর্তব্যরত পুলিশ সদস্যরা।

[৪] প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্থদণ্ড করা হলেও উৎসুক জনতা সড়কে নেমে আসছেন। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, আবার মাস্ক থাকলেও তা মুখে না দিয়ে থুতনি বা গলায় ঝুলিয়ে চলাফেরা করছেন। টিসিবির পণ্য বিক্রিয়কেন্দ্রগুলোতেই মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি।

[৫] শনিবার বিকেলে মিরপুরের কালসির প্রধান, ডি ব্লক ঈদগাহ মাঠ, লালমাঠসহ বিভিন্ন খোলা যায়গায় শিশুদের ক্রিকেট খেলতে দেখা যায়। তবে সন্ধ্যা নামলেই এসব স্থানে ভ্রাম্যমান খাবারের দোকান খোলা হয়। তরুন-তরুনিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হতে শুরু করে। ডি ব্লকের স্থায়ী বাসিন্দা মো. ইব্রাহীম জানান, রাত দশটা পর্যন্ত ঈদগাহ মাঠ দেখলে মনে হয়, এখানে মেলা বসেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়