শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আঞ্চলিক সংকট মোকাবিলায় আসিয়ান নেতাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক: [২] শুক্রবার আসিয়ান আঞ্চলিক ফোরামের ২৮তম সভায় যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এআরএফ এর গৃহীত পদক্ষেপে বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

[৩] বৈশ্বিক জলবায়ু অগ্রগতি ও প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণে আহ্বান জানান।

[৪] বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোহিঙ্গ সংকট, জলবায়ু পরিবর্তন, পারমাণবিকায়ন, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য আঞ্চলিক সমস্যা সম্পর্কে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন।

[৫] কোভিড-১৯ ভ্যাকসিনকে ‘পাবলিক গুড’ হিসেবে অভিহিত করে ড. মোমেন বলেন, এর প্রযুক্তি সকলের মধ্যে সমভাবে বণ্টণ হওয়া উচিত এবং সেই সাথে তিনি সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন উৎপাদনের উপরও জোর দেন।

[৬] রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের ৬৮০০ একর বনভূমি উজার হয়েছে উল্লেখ করে বলেন, অনির্দিষ্টকালের জন্য এ বোঝা বহন করা সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপর গুরুত্বারোপ করেন।

[৭] তিনি বলেন, বাংলাদেশ সবসময় স্ব-প্রণোদিত হয়ে অস্ত্র প্রতিযোগিতা এবং অস্ত্রীকরণ থেকে নিজেকে বিরত রেখেছে। আন্তর্জাতিক চুক্তি ও অন্যান্য দলিলের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্তকরণসহ বাংলাদেশ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়