রাকিবুল আবির: [২] আমেরিকান কংগ্রেসের এক রিপাবলিকান আইন প্রণয়নকারীর প্রকাশিত তদন্ত রিপোর্টে বলা হয়েছে, করোনাভাইরাস বা সার্স কোভ-২ একটি জেনেটিকালি মডিফায়েড ভাইরাস। কোনো একভাবে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণাগার থেকেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার
[৩] সোমবার টেক্সাসের রিপাবলিকান আইন প্রণয়নকারী মাইকেল ম্যাকল ভাইরাসটির উৎস সম্পর্কে জানার জন্য একটি তদন্ত শুরু করেছিলেন। তিনি তার প্রাপ্ত অনুসন্ধানের তৃতীয় রিপোর্ট উপস্থাপন করেন। তিনি বলেন, মহামারির উৎস সম্পর্কে বিশ্ববাসীর জানা উচিত। এনডিটিভি
[৪] মার্কিন প্রশাসনও এ বিষয়ে একটি তদন্ত চালাচ্ছে। ভাইরাসটির উৎস জানার প্রয়োজনীয়তা নিয়ে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরাও। তাদের বক্তব্য, কীভাবে ভাইরাসটি ছড়াল, তা জানা না গেলে হয়তো আবারো কোনো মহামারি ছড়াতে পারে। সম্পাদনা: সুমাইয়া ঐশী