শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিমের মাথার পেছনে ব্যান্ডেজ, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক: ফের আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিং জং উন। এবার তার স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। সাম্প্রতিক এই ছবি সামনে আসার পর কিমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার এই নেতার মাথায় ব্যান্ডেজ।

এনকে নিউজ জানিয়েছে, গত ২৪ থেকে ২৭ জুলাই কোরিয়ান পিপলস আর্মির একটি অনুষ্ঠানে যোগ দেন কিম। সেখানেই রাষ্ট্রীয় মিডিয়ার ছবিতে কিমের মাথায় ব্যান্ডেজ দেখা যায়। খবর এনডিটিভির।

পরবর্তীতে ওই অনুষ্ঠানের অন্য ছবিতে দেখা যায়, কিমের মাথায় আর ব্যান্ডেজ নেই। বরং সেখানে কালো সবুজ একটি স্পট রয়েছে। কিমের স্বাস্থ্যের ব্যাপারে খুব গোপনীয়তা বজায় রাখে উত্তর কোরিয়া। তবে কিমের বিরল এমন ছবি সামনে আসার পর নতুন করে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে।

গত জুন মাসে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে একজন সাধারণ নাগরিকের বরাত দিয়ে বলা হয়, কিমের রোগা শরীর দেখে দেশটির মানুষজন কান্নায় ভেঙে পড়েছে। এর আগের মাস প্রায় পুরোটাই লোকচক্ষুর আড়ালে ছিলেন কিম। কিন্তু মে মাসের পর জুন মাসে যখন সামনে আসেন কিম, তখন তাকে অনেকটাই রোগা দেখা যায়।

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস বলছে, তাদের ধারণা কিমের স্বাস্থ্যের তেমন কোনও অস্বাভাবিক পরিবর্তন হয়নি। গোয়েন্দা সংস্থার ব্রিফ শুনেছেন এমন কয়েকজন আইনপ্রণেতার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়