শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিমের মাথার পেছনে ব্যান্ডেজ, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক: ফের আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিং জং উন। এবার তার স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। সাম্প্রতিক এই ছবি সামনে আসার পর কিমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার এই নেতার মাথায় ব্যান্ডেজ।

এনকে নিউজ জানিয়েছে, গত ২৪ থেকে ২৭ জুলাই কোরিয়ান পিপলস আর্মির একটি অনুষ্ঠানে যোগ দেন কিম। সেখানেই রাষ্ট্রীয় মিডিয়ার ছবিতে কিমের মাথায় ব্যান্ডেজ দেখা যায়। খবর এনডিটিভির।

পরবর্তীতে ওই অনুষ্ঠানের অন্য ছবিতে দেখা যায়, কিমের মাথায় আর ব্যান্ডেজ নেই। বরং সেখানে কালো সবুজ একটি স্পট রয়েছে। কিমের স্বাস্থ্যের ব্যাপারে খুব গোপনীয়তা বজায় রাখে উত্তর কোরিয়া। তবে কিমের বিরল এমন ছবি সামনে আসার পর নতুন করে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে।

গত জুন মাসে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে একজন সাধারণ নাগরিকের বরাত দিয়ে বলা হয়, কিমের রোগা শরীর দেখে দেশটির মানুষজন কান্নায় ভেঙে পড়েছে। এর আগের মাস প্রায় পুরোটাই লোকচক্ষুর আড়ালে ছিলেন কিম। কিন্তু মে মাসের পর জুন মাসে যখন সামনে আসেন কিম, তখন তাকে অনেকটাই রোগা দেখা যায়।

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস বলছে, তাদের ধারণা কিমের স্বাস্থ্যের তেমন কোনও অস্বাভাবিক পরিবর্তন হয়নি। গোয়েন্দা সংস্থার ব্রিফ শুনেছেন এমন কয়েকজন আইনপ্রণেতার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়