শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিমের মাথার পেছনে ব্যান্ডেজ, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক: ফের আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিং জং উন। এবার তার স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। সাম্প্রতিক এই ছবি সামনে আসার পর কিমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার এই নেতার মাথায় ব্যান্ডেজ।

এনকে নিউজ জানিয়েছে, গত ২৪ থেকে ২৭ জুলাই কোরিয়ান পিপলস আর্মির একটি অনুষ্ঠানে যোগ দেন কিম। সেখানেই রাষ্ট্রীয় মিডিয়ার ছবিতে কিমের মাথায় ব্যান্ডেজ দেখা যায়। খবর এনডিটিভির।

পরবর্তীতে ওই অনুষ্ঠানের অন্য ছবিতে দেখা যায়, কিমের মাথায় আর ব্যান্ডেজ নেই। বরং সেখানে কালো সবুজ একটি স্পট রয়েছে। কিমের স্বাস্থ্যের ব্যাপারে খুব গোপনীয়তা বজায় রাখে উত্তর কোরিয়া। তবে কিমের বিরল এমন ছবি সামনে আসার পর নতুন করে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে।

গত জুন মাসে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে একজন সাধারণ নাগরিকের বরাত দিয়ে বলা হয়, কিমের রোগা শরীর দেখে দেশটির মানুষজন কান্নায় ভেঙে পড়েছে। এর আগের মাস প্রায় পুরোটাই লোকচক্ষুর আড়ালে ছিলেন কিম। কিন্তু মে মাসের পর জুন মাসে যখন সামনে আসেন কিম, তখন তাকে অনেকটাই রোগা দেখা যায়।

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস বলছে, তাদের ধারণা কিমের স্বাস্থ্যের তেমন কোনও অস্বাভাবিক পরিবর্তন হয়নি। গোয়েন্দা সংস্থার ব্রিফ শুনেছেন এমন কয়েকজন আইনপ্রণেতার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়