শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিমের মাথার পেছনে ব্যান্ডেজ, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক: ফের আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিং জং উন। এবার তার স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। সাম্প্রতিক এই ছবি সামনে আসার পর কিমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার এই নেতার মাথায় ব্যান্ডেজ।

এনকে নিউজ জানিয়েছে, গত ২৪ থেকে ২৭ জুলাই কোরিয়ান পিপলস আর্মির একটি অনুষ্ঠানে যোগ দেন কিম। সেখানেই রাষ্ট্রীয় মিডিয়ার ছবিতে কিমের মাথায় ব্যান্ডেজ দেখা যায়। খবর এনডিটিভির।

পরবর্তীতে ওই অনুষ্ঠানের অন্য ছবিতে দেখা যায়, কিমের মাথায় আর ব্যান্ডেজ নেই। বরং সেখানে কালো সবুজ একটি স্পট রয়েছে। কিমের স্বাস্থ্যের ব্যাপারে খুব গোপনীয়তা বজায় রাখে উত্তর কোরিয়া। তবে কিমের বিরল এমন ছবি সামনে আসার পর নতুন করে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে।

গত জুন মাসে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে একজন সাধারণ নাগরিকের বরাত দিয়ে বলা হয়, কিমের রোগা শরীর দেখে দেশটির মানুষজন কান্নায় ভেঙে পড়েছে। এর আগের মাস প্রায় পুরোটাই লোকচক্ষুর আড়ালে ছিলেন কিম। কিন্তু মে মাসের পর জুন মাসে যখন সামনে আসেন কিম, তখন তাকে অনেকটাই রোগা দেখা যায়।

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস বলছে, তাদের ধারণা কিমের স্বাস্থ্যের তেমন কোনও অস্বাভাবিক পরিবর্তন হয়নি। গোয়েন্দা সংস্থার ব্রিফ শুনেছেন এমন কয়েকজন আইনপ্রণেতার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়