শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের নতুন কমিটি, পদবঞ্চিতদের আগুন জ্বালিয়ে বিক্ষোভ

জাকির হোসেন: [২] জেলা ছাত্রীগের নতুন কমিটি ঘোষণার পর শহরের চৌরাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে পদবঞ্চিত নেতাকর্মীরা।

[৩] শনিবার দিবাগত ১২টায় শহরের চৌরাস্তা মোড়ে ছাত্রনেতা ওসমান গণির নেতৃত্বে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

[৪] এ সময় নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান।পরে রাত ১টার দিকে পুলিশ এসে বিক্ষুদ্ধ ছাত্র নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং আগুন নিভিয়ে ফেলে।

[৫] শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটির নাম ঘোষণা করা হয়।

[৬] কমিটির ১২ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়। তারা হলেন- সঞ্জয় কুমার, আখতারুজ্জামান, ফেরদৌস টফি, মিথুন, শাহাজালাল জনি, জি এম সুফি নিয়াজী, আসাদ, শিপন, সৃজন গুহ, তানভীর আলী তুহিন, তাসফিরুল রহমান ও সোহেল রানা।

[৭] ৬ জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- সাদিউল হাবীব সাদি, মাহবুব হোসেন,অনুপ দত্ত, সাব্বির ইসলাম, এনএ নিউমুন ও আরাফাত হোসেন বাপ্পী। ৯ জন সাংগাঠনিক সম্পাদক- সৈয়দ আলী নোমান, মিল্টন খন্দকার, সাব্বির, ঋতু, মাহাবুব হাসান মেহেদি, বদিউজ্জামান বাবলু, অমৃত মোদক, আসাদুজ্জোহা বাঁধন ও ফয়সাল সাদেক শোভন।

[৮] এর আগে এ বছরের ১৭ জুন ছাত্রলীগের নির্বাহী সংসদ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

[৯] একইসঙ্গে পদ প্রত্যাশীদের সাত কার্যদিবসের মধ্যে সিভিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার কথা বলেন।

[১০] ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়