বগুড়া প্রতিনিধি: [২] আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম রকি হত্যার প্রধান আসামি গাউছুল আজমসহ ৭আসামীকে দেশী বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১২। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ গ্রামের মোঃ রমজানের বড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
[৩] শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামন (জি), বিএন
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, মাদক সেবন ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত ছিল। ভিকটিম আসামিদেরকে মাদক সেবন, মাদক ব্যবসা ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে বাধা দিতো।
[৫] এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভিকটিম আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। আসামীদের মনে ভয় ছিল। ভিকটিম চেয়ারম্যান নির্বাচিত হলে তাদের অবৈধ কর্মকান্ড বাধাগ্রস্থ হবে।
[৬] প্রধান আসামি গাউছুল তাকে হত্যার পরিকল্পপনা করে রকির ওপর আক্রমণ করে। পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো চাপাতি ও ধারালো ছোরাদ্বারা ভিকটিম রকিকে এলোপাতারিভাবে আঘাত করে হত্যা করে।
[৭] আসামিদের দেওয়া তথ্যমতে, গাউছুলের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড হয়েছে। গ্রেফতারকৃত আসামিগণ রকি হত্যার পর থেকেই বগুড়াসহ আশেপাশের জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলো। আসামিদের বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
[৮] র্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার লে.কমান্ডার আব্দুল্লাহ আল মামন (জি), বিএন এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।