শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ১০৫ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] করোনায় মৃত্যু ও আক্রান্ত রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো। শয্যা ও অক্সিজেন সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। এমন পরিস্থিতিতে শনিবার (৩১ জুলাই) সকালেই দেশের বিভিন্ন স্থানে ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার করোনা আপডেটে এ তথ্য জানা গেছে।

[৩] সাতক্ষীরায় ৬, ময়মনসিংহ ১৬, কুষ্টিয়া ৭, কুমিল্লায় ১২, রাজশাহী ১৩, বরিশালে ১৪ চাঁদপুরে ৮, সাতক্ষীরা ৬, ঠাকুরগাঁওয়ে ১, খুলনা ৪, চট্টগ্রামে ৪, ফরিদপুরে ৫, কি‌শোরগ‌ঞ্জে ৩, ঝিনাইদহে ৩ ও দিনাজপুরে ৩ জন মারা গেছেন। যমুনা টিভি, নিউজ ২৪ ও ডিবিসি নিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। তাদের কেউ কেউ করোনা শনাক্ত ছিলেন, বাকিদের মধ্যে উপসর্গ ছিলো।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা ও ৩ জনের করোনার উপসর্গ ছিল। শুক্রবার (৩০ জুলাই) শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত দিনের চেয়ে কমে ২৮ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ২৪৩ জন করোনা রোগী।

৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

কুমিল্লা: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু নারী ও ১০জন পুরুষ। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭১৬ জন। শনিবার (৩১ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন থেকে এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন আরটিভি নিউজকে আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এরমধ্যে চারজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা নানা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। মৃত ১০ জনের মধ্যে বরিশালের সাতজন, ঝালকাঠির দুইজন ও বরগুনা জেলায় একজন রয়েছেন।

চাঁদপুর: চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর সঙ্গে আক্রান্ত হয়েছে আরও ১১৮ জন। শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা একই থাকলেও আগের দিনগুলোর চেয়ে সনাক্ত অনুযায়ী আক্রান্তের সংখ্যা কমেছে।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ এবং অন্যরা উপসর্গ নিয়ে মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৯৬টি নমুনার মধ্যে ১১৮ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। আর করোনায় মারা গেছেন ১৬৬ জন এবং উপসর্গ নিয়ে আরো ৪শ’ জন।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে মারা গেছেন ৪ জন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৪২ জন।

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন।

কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা ও উপসর্গ নিয়ে ৩ জ‌নের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ জন।

দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়